lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-20T03:10:27Z
জেলার সংবাদ

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর পক্ষে শাড়ি ও লুঙ্গী বিতরণ

Advertisement

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ 

ঝালকাঠির রাজাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির আঠারো শত দুস্থ ও অসহায়কে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপস্থিত থেকে তিনি সবার হাতে তুলে দেন। উপজেলা আওয়ামী লীগ এ আয়োজন করেন।

বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এম মনিরুজ্জামান মনির বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার পিছিয়ে পরা ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। এ কাজ অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। 

এ সময় রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, শুক্তগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার প্রমূখ। উল্লেখ্য আগামিকাল বৃহস্পতিবার কাঁঠালিয়াতেও ১২ শত দুস্থ ও অসহায়দের মাঝে এম মনিরুজ্জামান মনির শাড়ি-লুঙ্গি বিতরণ করবেন।