lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-18T14:34:21Z
সড়ক দুর্ঘটনা

সালথায় ট্রলির চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

Advertisement

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় ট্রলির চাপায় বিল্লাল মিয়া (১৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ (বুড়িদা)  বাজারের পশ্চিম পাশে ছলে শেখে বাড়ির সামনে কাঁচা রাস্তায় এই দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া একই উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত মান্নু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলি থেকে ইট নামানোর সময় হঠাৎ করে  অসাবধানতা বসতঃ ট্রলিটি উল্টে  ওই ট্রলির চাপায় যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে খবর পেয়ে ওই যুবকের পরিবার ঘটনা স্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ তার নিজ বাড়ি রামকান্তপুরে নিয়ে যায়। 

নিহতের ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিবারের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

সালথা থানার উপপরিদর্শক (এস আই) ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি। এ ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ করেননি। তাই  তাদের পারিবারিক সিদ্ধন্ত অনুযায়ী লাশ দাফন করা হবে।