Advertisement
বিরামপুর, দিনাজপুর, প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে ২২শ পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১১টার দিকে দিওড় ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, ইউপি সদস্য মুক্তার হোসেন, আজগর হোসেন, রবিউল ইসলাম, ফেন্সিয়ারা, আরিফুননা বেগম,উপ-সহকারি কৃষি কর্মকর্তা শুকতারা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় টিসিবির পণ্য সামগ্রী ৪৭০ মুল্যে প্যাকেজ আকারে সয়াবিন তৈল ২ কেজি, মশুর ডাল ২ কেজি চিনি ১ কেজি, সোলা ১ কেজি প্রদান করা হয়েছে। টিবিবির পণ্যের ডিলার ছিলেন মের্সাস আসলাম ট্রেডার্স ও মের্সাস এইচ আর ট্রেডার্স।
টিসিবির পণ্য গ্রহনকারী ফৌজিয়া জানান , বর্তমান বাজারে পণ্যের দাম অনেক বেশি, এরই মধ্যে সরকারের এমন ব্যবস্থা সন্তোষজনক। এই রকম প্রক্রিয়া অব্যাহত থাকলে আমরা অনেক উপকৃত।
দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জানান,বর্তমান বাজারে পণ্যের দাম খুবই চড়া এই অবস্থায় সরকার গরীব অসহায় মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণে জনসাধারণ অনেক স্বস্তি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ। তিনি অসহায় গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য টিসিপির পণ্য বিতরণ অব্যাহত রেখেছেন। এই প্রক্রিয়া সরকার অব্যাহত রাখলে অনেকাংশে জনসাধারণ অনেক উপকার হবে।