lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-04T10:03:26Z
দেশজুড়ে

সকলের দৃষ্টির অগোচরে পৌঁছে যাচ্ছে মকিল্যা যুব উন্নয়ন সংঘের ইফতার সামগ্রী

Advertisement

মোরশেদ আলম,নোয়াখালী প্রতিনিধি: 

সকলের দৃষ্টির অগোচরে বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যাচ্ছে একদল তরুণ। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে তারা। গ্রামের হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর উপহার পৌছানোর মতো সম্পূর্ণ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সোনাইমুড়ীর মকিল্যা উত্তর পাড়া যুব উন্নয়ন সংঘ।

মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন,আমেরিকা আলবানি কান্ট্রি শাখা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মজুমদার।

বিশিষ্ট রাজনীতিবিদ মো.মাহফুজুর রহমানের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন,মকিল্যা সালাতুন নাজাত জামে মসজিদের খতিব মাও.আলাউদ্দিন,সংগঠনের সভাপতি মো.আরাফাত ইসলাম,সাধারণ সম্পাদক মো. সাব্বিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

দেশি ও প্রবাসীদের সহযোগিতায় খাদ্যসামগ্রীতে ২কেজি চাল, ১কেজি ডাল,২কেজি আলু, ২কেজি চিনি,১লিটার তেল, ১কেজি পেঁয়াজ, ১কেজি খেঁজুর, ২কেজি ছোলা, ১কেজি মুড়ি,কিচমিচ, বাদাম, সেমাই,নুডলস,ট্যাং,দুধসহ বিভিন্ন উপকরণ রয়েছে।