lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-04T09:59:05Z
বিশ্ববিদ্যালয় সংবাদ

কুবিতে প্রথম আলো’র অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ’র প্রতিবাদ সমাবেশ

Advertisement

 সজীব আহম্মেদ রিমন, কুবি সংবাদদাতা: 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'হলুদ সাংবাদিকতা ও সাংবাদিকতার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের চেষ্টা, তথ্য ও গুজব সন্ত্রাস, চাইল্ড এক্সপ্লয়েটেশন এবং স্বাধীনতা নিয়ে কটুক্তির মতো অমানবিক-উদ্দেশ্য প্রণোদিত ও দেশদ্রোহী, ন্যাক্কারজনক কর্মকাণ্ডের অভিযোগে প্রথম আলো'র লাইসেন্স বাতিল ও মতিউর রহমানকে গ্রেফতারের' দাবিতে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করেছে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ।   

মঙ্গলবার ( ৪ইএপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন অনুষদের রাস্তা প্রদক্ষিণ করে  প্রশাসনিক ভবনের সামনে এসে বিলুপ্ত শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম-এর সঞ্চালনায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এই প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ডে 'হলুদ সাংবাদিকতা নিপাত যাক, বাক স্বাধীনতার সুষ্ঠু চর্চা হোক, স্টোপ চাইল্ড এক্সপ্লয়েটেশন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল হোতা মতিউর রহমান বাহিরে কেনো?' ইত্যাদি লিখে প্রতিবাদ জানিয়েছে। 

প্রতিবাদ সমাবেশের বক্তব্যে বিলুপ্ত শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, ‘দৈনিক প্রথম আলো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ১০ টাকার বিনিময়ে একজন বাচ্চাকে দিয়ে ছবি তুলে "মাংস ও স্বাধীনতা" নামক ষড়যন্ত্রমূলক বানোয়াট সংবাদ পরিবেশন করে। আমরা ছাত্র সমাজ আর বুঝতে বাকি নেই এদের কাছে স্বাধীনতা মানে চাল- ডাল -মাছ -মাংস এবং দালালি করে ডলার আয় বাড়ানো।

তিনি আরও বলেন, ‘দেশের স্বাধীনতাকে ব্যঙ্গ করে ষড়যন্ত্র মূলক এমন বানোয়াট সংবাদ প্রকাশের দায়ে প্রথম আলো পত্রিকার সম্পাদকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।

বিলুপ্ত শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের আজকের অবস্থান কর্মসূচি সাংবাদিক ও সাংবাদিকতার আড়ালে যারা সংবাদমাধ্যমকে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে ঢাল হিসেবে ব্যবহার করছে যারা তাদের বিরুদ্ধে। আমরা এই অবস্থান থেকে বলতে চাই হলুদ সাংবাদিকতা নিপাত যাক। বাক স্বাধীনতা সমুন্নত থাকুক কিন্তু প্রথম আলো কিংবা মতিউর রহমানের মতো যারা সংবাদমাধ্যমকে ব্যবহার করছে তারা মুক্ত সংবাদমাধ্যম চাই, সাংবাদিক চাই। আমরা চাইল্ড এক্সপ্লয়েটেশন চিরতরে বন্ধ হোক সেটা চাই।

এই প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিলুপ্তি কমিটির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক শান্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন মাসুম, দত্ত হল শাখার সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা।