lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-19T17:47:58Z
জেলার সংবাদ

রাজশাহী ইয়ামাহা বাইক শোরুমে গ্রাহক প্রতারিত

Advertisement

নিজস্ব প্রতিবেদক : 

এসিআই অনুমদিত ইয়ামাহা বাইক এর  রাজশাহীর এক শাখার শোরুমে প্রতিরিত হয়ে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেছেন গ্রাহকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, কামাল নামের একজন বাইকের গ্রাহক রাজশাহীর স্টেডিয়াম এর বিপরীত পাশে অবস্থিত এসিআই অনুমতি ইয়ামাহা বাইকের গোস্ট রাইডার শোরুম থেকে বাইক ক্রয় করার পর বাইকের কিছু সমস্যার জন্য তাদের শোরুমে অর্জিনাল পার্টস এর আসায় সার্ভিস করতে যাই। সেখানে কর্তৃপক্ষ তাকে সমস্যা কৃত পার্টস বদলিয়ে দেই । কিন্তু কিছু দুর আসতেই আবার কামাল আগের সমস্যাই ভুগেন । পরে নিকট বর্তি আর এক ইয়ামাহা শোরুম এ গিয়ে জানতে পারে তারা তাকে নকল বাহিরের পার্টস দিয়েছে এবং তারা অর্জিনাল পার্টস এর দাম ধরে নিয়েছে। এই প্রতারিতর বিচার চেয়ে ভোক্তা অধিদপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগি কামাল।


এছাড়াও একই ভাবে রাজন ও তানভীর নামের বাইকের গ্রাহক প্রতারিত হয়ে বাইকার ক্লাব রাজশাহী নামক ফেসবুকে তাদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন।

এ বিষয়ে রাজশাহীর ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুম আলী বলেন, ভোক্তারা বিচার চেয়ে আমাদের অধিদপ্তরে অভিযোগ করলে আমরা তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি, এ ব্যপারেও এমন করা হবে।