Advertisement
মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব রাজাপুর বেপারি বাড়ির মসজিদের পুকুরে পড়ে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। নিহত শিশু আব্দুল্লাহ স্থানীয় জাহের জমাদারের ছেলে অপর শিশুটি রুহুল আমিন রাড়ীর নাতি ছাইফুল্লাহ।
উল্লেখ্য সাইফুল্লাহ তার নানার বাড়ি ঢাকা থেকে গত কালকেই বেড়াতে এসেছিল, তার নিজ বাড়ি উত্তর উলানিয়ার হর্নি গ্রামে। ধারণা করা হচ্ছে দুই শিশু মসজিদের পুকুর ঘাটে গোসল করতে গেলে সাতার না জানার কারণে একজন পানিতে ডুবে গেছে এবং তাকে ধরতে গিয়ে হয়তোবা আরেকজনও ডুবে গেছে, এভাবেই দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। নিহত শিশু সাইফুল্লাহর ছবি সংগ্রহ করা যায় নাই। হে আরশের মালিক শিশু দুটির পরিবারবর্গকে দৈর্যধারন করার তাওফিক দান করুন।
আল্লাহ দুই অবুঝ শিশুকে জান্নাতবাসী করুক এবং পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক!