Advertisement
এম আর রাসেল হোসাইন, পাবনা:
পাবনায় অনন্য সমাজ কল্যান সংস্থার আয়োজনে বাস, ট্রাক, রিক্সা শ্রমিকসহ প্রতিবন্ধী জনগোষ্ঠী ও কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল ) বেলা ১১ টায় পাবনা অনন্যা সমাজ কল্যাণ সংস্থার নিজ কার্যালয়ে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রায় ১৫০০ অসহায় মানুষের মাঝে অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অনন্যা সমাজ কল্যাণ সংস্থার সহকারি পরিচালক সেলিম আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ওমেদ আলী, পাবনা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ প্রমুখ।
বর্না খাতুন বলেন, প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে অনন্য সমাজ কল্যাণ সংস্থা।