lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-20T15:42:34Z
জেলার সংবাদ

ঈদ উপলক্ষে পটুয়াখালীর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Advertisement

মোঃ রিয়াজুল ইসলাম,পটুয়াখালী প্রতিনিধিঃ 

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে পটুয়াখালীর দুমকীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার(২০ এপ্রিল) বিকেলে উপজেলার পাগলার মোড় এলাকায় পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট চেন মং রাখাইন ও দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। 

এ সময়ে বেপারী পরিবহনের চালক মাহতাব আলীকে হালকা লাইসেন্স দিয়ে ভারী বাহন চালনার দায়ে ৪হাজার টাকা ও মোটরসাইকেল চালক আবু তাহেরকে হেলমেট ছাড়া বাহন চালনার দায়ে ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি গাড়ীর চালককে ট্রাফিক সংকেত মেনে গাড়ী চালানোর জন্য সতর্ক করা হয়। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেন মং রাখাইন বলেন, ’ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও নিরাপদ যাত্রায় এ অভিযান অব্যাহত থাকবে।