Advertisement
সজীব আহম্মেদ রিমন, কুবি সংবাদদাতা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ (রাজশাহী-রংপুর বিভাগ) ছাত্র পরিষদ-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে উত্তরবঙ্গের অধ্যয়নরত শিক্ষার্থী ও কর্মরত শিক্ষক এবং অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীরা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার (৪ই এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫তম আবর্তনের শিক্ষার্থী মাহাবুর রাহমান বলেন, ‘এই ইফতার পার্টি আমার অঞ্চলের মানুষদের সাথে বসে ইফতার করার সুযোগ করে দিয়েছে। এই সংগঠন বরাবরই আমাদের আপন করে নিয়েছে। কখনো এটা অনুভব করতে দেয়নি যে আমি কয়েকশ কিলোমিটার দূর থেকে এখানে পড়াশোনা করতে এসেছি।
ইফতার মাহফিল সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিব হোসেন বলেন, ‘সবাই একসাথে সমবেত হওয়া ও নিজেদের মধ্যে আন্তসম্পর্ক বৃদ্ধির লক্ষে এই ইফতার মাহফিল। মূলত আমরা অনেক দূর থেকে এখানে পড়াশোনা করতে এসেছি। ফলে পারিবারিক ও আঞ্চলিক শূন্যতা কাজ করে থাকে। এই শূন্যতা পূরণে ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে আমরা এমন আয়োজন করে থাকি।
ইফতার মাহফিলের কিছুক্ষণ পরে সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিব হোসেন-এর সঞ্চালনায় এবং সভাপতি রাজীব চন্দ্র-এর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা এবং ক্যারিয়ার বিষয়ক সচেতনতা প্রদান করেন।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুর্শেদ রায়হান, মো: সাদেকুজ্জামান ও মোহাম্মদ মশিউর রহমান, ফার্মাসি বিভাগের প্রভাষক মো: কামরুল হাসান, সহকারী অধ্যাপক মো: এনামুল হক এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোকাদ্দেস-উল-ইসলাম।