lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-30T14:58:01Z
জেলার সংবাদ

পাইকগাছায় এমপি-বাবু'র পক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের রুটিন ও স্কেল বিরতণ করেন ছাত্রলীগ

Advertisement

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় ৩০ এপ্রিল-অনুষ্ঠেয় এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষার ১ম দিনে পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু'র পক্ষ থেকে সকল কেন্দ্রে মোট '৩২ শ' শিক্ষার্থীদের মাঝে স্কেল ও পরীক্ষা'র রুটিন বিতরণ করেছেন পাইকগাছা ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগের শেখ জুলি, যুবলীগ নেতা আকরামুল ইসলাম, দীপঙ্কর মন্ডল, গৌতম মন্ডল, আব্দুল হালিম খোকন, কৃষক লীগের শফি সাবেক ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি। স্কেল ও রুটিন বিতরণে আরও উপস্থিত ছিলেন , ছাত্রলীগের সাব্বির হোসেন, রমজান সরদার, আজমল হোসেন বাবু, ইমরান মোল্লা, রাশেদুজ্জামান রাসেল, সাইফুল ইসলাম, অহিদুর জামান, মওদুদ আহম্মেদ, রসুল গাজী, বাঁধন মন্ডল, নাজমুল হোসেন, শারাফাত হোসেন নাবেদ, খাইরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ রিমেল, রাফি রাজ আকাশ, যুবরাজ হোসেন তপু, রাফিউল ইসলাম রনি, আবু রায়হান, শাহারুজ্জামান আসিফ, হুসাইন আহম্মেদ, সৈকত, তানভীর হোসেন, সীমান্ত মন্ডল, সুমন মন্ডল, জাহাঙ্গীর হোসেন আকাশ, রিজভী, আহাদ, ইমনসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা।