lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-30T04:28:42Z
সড়ক দুর্ঘটনা

বাকেরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-৩০

Advertisement

মাসুদুর রহমান(মোর্শেদ)বাকেরগঞ্জ প্রতিনিধিঃ 

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের আউলিয়াপুর স্বমিল ঘাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।(২৯ এপ্রিল) শনিবার বিকেল ৫টায় বেপারী পরিবহন ও কায়েদ সুপার-২ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেপারী পরিবহন কলাপাড়ার দিকে এবং পটুয়াখালী থেকে কায়েদ সুপার-২ বরিশাল যাবার পথে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর বৈরম খার দিঘীর পশ্চিম পাড়ে সমিল ঘাঁটা নামক স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার কারনে রাস্তার দু'পাশে শত শত গাড়ি ঘন্টাখানেক আটকা পরে। খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। 

দুর্ঘটনার বিষয় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন,  দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়েছে এবং গাড়ি দুটি জব্দ কার হয়েছে।