lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-24T05:47:13Z
জেলার সংবাদ

মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তির সুবর্ণজয়ন্তী উদযাপন

Advertisement

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি 

২৩ এপ্রিল (রবিবার) সিরাজগঞ্জ জেলাধীন শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করেছে বিদ্যালয়টি। সকাল থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। দিনের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং বিশিষ্টজনের সমন্বয়ে একটি বিশাল র‍্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষ্য সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুক্তা। অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারুক আহমেদ, সাবেক প্রধান শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতিগণ। এরপর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রথমার্ধের আয়োজন শেষে স্কুলের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।, এরপর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মালতীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ তারিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক'। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।