Advertisement
মোঃ মজিবর রহমান শেখ
সদর উপজেলার রুহিয়া থানার মাধবপুরে নিজের ক্রয়কৃত জমিতে মাটি ভরাটসহ অন্যান্য কাজ করতে বাধা প্রদানের অভিযোগ উঠেছে সৎ ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক ঐ গ্রামের মোহাম্মদ শামসুজ্জামান দুলাল রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জানা যায়, শামসুজ্জামান দুলাল ২০১৫ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের জেএল নং-১৯ এর এস.এ খতিয়ান নং-৮৪৭ ও ৮১৯ এর ৭১৭৬ নং দাগে ৬ শতক জমি ক্রয় করেন। পরবর্তিতে একই জেএলভুক্ত ৩৮১, ৮৫, ৭৬১, ৭৮৫,৭৪৭ নং খতিয়ানে, ২১৩৫ নং খারিজের ৭১৭৬ নং দাগেই আরও সাড়ে ৯ শতক সহ একই দাগে মোট সাড়ে ১৫ শতক জমি ক্রয় করে ঘেড়া-বেড়া দিয়ে, মাটি ভরাট করে ভোগদখল করে আসছেন। পরবর্তিতে গত ১০ এপ্রিল শামসুজ্জামান দুলালের সৎ ভাই একই গ্রামের মো: বাবুল ওরফে আনারুল (৪৫) ও হুমায়ুন কবির ডাবলু (৩৮) ঐ জমিতে মাটি ভরাট কাজে বাধা প্রদান করে। এ বিষয়ে উভয় পক্ষ বিবাদ সৃষ্টি হলে সিভিল এ্যাডভোকেট আলতাফুর রহমান খানের চেম্বারে বসা হয়। সেখানে এ্যাডভোকেট উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে শামসুজ্জামান দুলালের পক্ষে জমির মালিকানার রায় প্রদান করেন। এ অবস্থায় গত ১৮ এপ্রিল মঙ্গলবার শামসুজ্জামান দুলাল ঐ জমিতে কাজ করতে গেলে দেখতে পান তার সৎ ভাইয়েরা উল্লেখিত জমির বেড়া, পিলার ভেঙ্গে ফেলেছেন। নতুন করে শামসুজ্জামান দুলাল বেড়া দিতে গেলে তার সৎ ভাইয়েরা পুনরায় বাধা প্রদান করে। ৯৯৯ এ ফোন করলে পুলিশ রুহিয়া থানায় অভিযোগ দায়েরের পরামর্শ প্রদান করে। এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, যেহেতু ঈদের ২/৩ দিন বাকি সেহেতু ঈদের পর উভয় পক্ষকে ডাকা হবে। কাগজপত্র ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুরাহার চেষ্টা করবো। তার পরও সমাধান না হলে বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান হতে পারে।