Advertisement
মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় ১৯ এপ্রিল বুধবার সকাল ৯: ৩০ মিনিটের দিকে চন্দ্রিমা উদ্যান এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। বাসটি সদরঘাট থেকে মিরপুর যাচ্ছিলো। এ দুর্ঘটনায় বাসের মধ্যে থাকা ১২ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত জনতার কাছ থেকে জানা গেছে, বাসটি চন্দ্রিমা উদ্যান এলাকায় আসার পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে যায় এবং খুব শব্দ করে একপর্যায়ে উল্টে যায়। বাসটি উল্টে গিয়ে সামনের মোটা কাঁচ ও জানালার কাঁচ ভেঙে যায়।
শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক মোঃ নজরুল বলেন, দুর্ঘটনার পর চালক ও তার সহকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, আমরা বাসটি আটক করে থানায় এনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।