lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-24T03:35:19Z
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় প্রান হারালেন জসিম মাতুব্বর

Advertisement

মো:মহিব্বুল্লাহ মোহাম্মদপুর থানা প্রতিনিধি  

ঢাকা থেকে মোটরসাইকেল যোগে স্ত্রীর বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য রওনা হন জসিম মাতুব্বর (৩৬)। ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়া রেলিং এর সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

রবিবার (২৩ এপ্রিল) সকাল নয়টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কের বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত জসিম মাতুব্বর একজন কাপড় ব্যাবসায়ী। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এ তার নিজস্ব কাপরের দোকান রয়েছে। তিনি সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নের ছোটকুল গ্রামের বাসিন্দা মোঃ ইসলাম মাতুব্বরের ছেলে। জসিমের ৬ বছর ও ৪ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। 

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ এপ্রিল)  সকাল নয়টার দিকে ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে শশুর বাড়ি যাচ্ছিলেন জসিম। মোটরসাইকেলে তিনি একাই ছিলেন এবং তিনি হেলমেট পরা ছিলেন। সলিলদিয়া ব্রিজের কাছে এলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সড়কের পাশের রেলিং এর সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে জসিমের মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রনেশচন্দ্র পণ্ডিত বলেন; হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বুক, মাথা ও পেটে আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণে মারা গেছেন তিনি। 

শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস আই) আব্দুল্লাহেল বাকী বলেন; জসিমের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।