Advertisement
নাটোর জেলা প্রতিনিধি:
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে লুকায়িত গুণগুলো বের করতে হবে। এরা আমাদের সম্পদ,এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে । আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কালে লালপুরের সহকারী কমিশনার ( ভূমি ) দেবাশীষ বসাক একথা বলেন। বুধবার ( ১৯ এপ্রিল) বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক সিমানুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল লতিব মাস্টার, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান সরকার, ইসমাইল হোসেন ভান্ডারি, আব্দুল মান্নান, দুলাল উদ্দীন।
এসময় বিদ্যালয়ের ১০০জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরন করা হয়। শিক্ষার্থীরা নতুন পোশাক পেয়ে আনন্দিত হন। উল্লেখ্য আমেরিকার ভার্জিনিয়ার 'সেভাতে' সিনিয়র কনসালটেন্ট প্রবাসী প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও নতুন পোশাক বিতরন করা হয়েছে।