lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-05T12:16:34Z
রাজনীতি

মেহেদি হাসান খোকন কে কাউন্সিলর হিসাবে দেখতে চায় ৩০নং ওয়ার্ড বাসী

Advertisement

নিজস্ব সংবাদদাতাঃ

আসছে আগামী জুনে খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে,নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তোড়জোড় শুরু করেছেন সম্ভাব্য ওর্ডায় কাউন্সিলর প্রার্থীরা।

প্রতিদিন ভোটারদের  খোজ খবর নিয়ে ব্যাস্ত সময় পাড় করছেন ।এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে আগামী  খুলনা সিটি করপোরেশন  নির্বাচনে ৩০নং ওয়ার্ড এর কাউন্সিলর  প্রাার্থী হিসেবে মোঃ মেহেদি হাসান খোকন কে দেখতে চায় ৩০নং ওয়ার্ডের জনগণ।

সাধারণ মানুষের কল্যানে দীর্ঘদিন ধরে  কাজ করে যাচ্ছেন মোঃ মেহদি হাসান খোকন।সমাজ সেবক ও জনগনের বন্ধু মেহেদি হাসান খোকন মানুষের বিপদে আপদে পাশে থেকে সর্ব্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন।

ওয়ার্ড বাসী রফিকুল ইসলাম  বলেন,খোকন ভাইয়ের তুলনা হয় না।সে একজন সৎ আদর্শবান যোগ্য নেতা।

আমাদের যে কোনো সমস্যায় তাকে পাশে পাই। তিনি কাউন্সিলর হলে আমাদের ওয়ার্ডে শতভাগ দুর্নীতি ও মাদক মুক্ত হবে এটা আমরা এলাকাবাসী বিশ্বাস করি।

মেহেদি হাসান খোকন বলেল,দূর্নীতি,মাদক মুক্ত ও দরিদ্র বান্ধব একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়তে নিজেকে ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর  প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছি।

এলাকার মানুষের স্নেহ ভালবাসা সহ অগাধ বিশ্বাস আছে আমার প্রতি।তাই আমি সাধারণ মানুষের জন্য সেবামুলক কাজ করে যেতে চাই।

সাধারণ মানুষের আগ্রহ বেড়ে গেছে আমাকে নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখার জন্য।আমি আমার কর্মকান্ডে নিজেকে বিলিন করতে চাই এলাকাবাসীর মাঝে।