lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
Last Updated 2023-04-25T09:41:50Z
জেলার সংবাদ

সিরাজগঞ্জ চৌহালীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

Advertisement

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের মো.শওকত সরকার (৩০) নামের এক যুবক যমুনা নদীতে মাছ ধরে ফেরার পথে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। ২৫ এপ্রিল মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। তিনি বিনানই গ্রামের শাহনূর সরকারের ছেলে।

নিখোঁজের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শওকত সরকার, ভাই ও ভাতিজার সাথে রাতে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যায়। ভোরে মাছ ধরে ফেরার পথে নৌকা পাড়ে পৌঁছার আগেই তিনি নৌকা থেকে পড়ে ডুবে যায়। পরে জাল দিয়ে কয়েক ঘণ্টা ধরে নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ( দুপুর ২টা) মো. শওকত সরকারকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা জানান, ৩জন মিলে বাড়ির পাশের যমুনা নদীতে মাছ ধরতে যায়। ফেরার পথে শওকত সরকার নৌকা থেকে পড়ে ডুবে যায়। তার খোঁজে যমুনার পাড়ে পরিবারসহ এলাকার শত শত মানুষ আহাজারি করছেন।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই শামছুল হক জানান খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।