lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১ মে, ২০২৩
Last Updated 2023-05-01T05:26:00Z
জেলার সংবাদ

সারাদেশের ন্যায় পঞ্চগড়ে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি

সারা দেশের ন্যায় পঞ্চগড়ে ও মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন সর্বস্তরের শ্রমিকরা। 

এছাড়া পহেলা মে, বিশ্বের শ্রমিক শ্রেণির সংগ্রামী দিন,অধিকার আদায়ের দিন, রাজপথে রক্ত দেবার দিন।

আজ থেকে ১৩৭ বছর আগে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রর শিকাগো শহরে দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিতে ১০ শ্রমিকের আত্নত্যাগের মধ্যমে মহান মে দিবস প্রতিষ্টা পায়।সেই থেকে বিশ্বব্যাপী স্লোগান ওঠে  দুনিয়ার মজদুর এক হও।

সেই ঘটনায় রচিত হয় -১৮৮৬ পহেলা মে, শিকাগোর হে মার্কেটে, শ্রমিকের তাজা খুনের লাল হল রাজপথ,প্রথম শহীদ হল মজুর,,,,, লাল সালাম। বাংলাদেশ সহ বিশ্বের শ্রমিকদের প্রসন মুক্তির সংগ্রামের শপথ নেয়ার স্মারক দিবস আজ।

সেদিনের  আন্দোলনের মূল আবেদন ছিল সপ্তাহে একদিন ছুটি, দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও ন্যায্য মজুরি। 

সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সহ বিশ্বের দেশে দেশে মে দিবস পালিত হয়ে আসছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে-বাংলাদেশের শ্রমিকরা সেই মে দিবসের মুল  চেতনায় সকল সুযোগ -সুবিধা ভোগ  করতে পারছেন কী-না। এর সহজ জবাব হলো না।

এখানে শ্রমিকদের কোথাও কোথাও  ৮ ঘন্টার বেশি কাজ করতে হয়। এছাড়াও পুরুষের সাথে হাত মিলিয়ে পরিশ্রম করেন নারীরাও।