lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩ মে, ২০২৩
Last Updated 2023-05-03T03:59:20Z
আইন ও অপরাধমাদক

কুড়িগ্রামে ৫০বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি মজনু'কে গ্রেফতার করেছে পুলিশ

Advertisement


 

কুড়িগ্রাম প্রতিনিধি:বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে  কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গত ০২মে ২০২৩তারিখ রাত আনুমানিক ৮টা ৪৫মিনিটে নাগেশ্বরী থানার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা শাহাটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো. মজনু হোসেন মজু(৩৮) কে ৫০বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম। 


অফিসার ইনচার্জ নবিউল হাসান বলেন- মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নাগেশ্বরী থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ফলে অনেক মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা এরইমধ্যে অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে ফিরে এসেছেন। তিনি আরও বলেন, আমাদের সমাজকে মাদকমুক্ত রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। সম্প্রতি নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জের প্রচেষ্টায় উপজেলায় আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। 


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।