lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩১ মে, ২০২৩
Last Updated 2023-05-31T17:43:31Z
জেলার সংবাদ

বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

Advertisement

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

''তামাক নয়, খাদ্য ফলান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দিবসটি উপলক্ষ্যে বুধবার (৩১মে) সকালে উপজেলা কনফারেন্স সভাকক্ষে এ আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ আরও অনেকে।

সভায় বক্তারা তামাকের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেন। তামাকের কুফল ও তামাক মুক্ত দেশ গঠনে করণীয় বিষয়ের উপর আলোক পাত করেন। এছাড়াও তামাকের ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করেন।  

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বে-সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক বক্তিবর্গ, সুধীজন, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।     

এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের মূল গেটে এসে শেষ হয়।