Advertisement
মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার:
বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন্নবী'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা সাইয়েদ মোহাম্মদ আমরুল্লাহ, চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা,চেয়ারম্যান আবু রাশেদ মনি, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সেলিম, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত প্রমুখ। বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে মাদকদ্রব্য, তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে জনসাধারণের মধ্যে সচতনা সৃষ্টি করতে হবে। বক্তারা আরও বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে অন্য সময়ের চেয়ে অনেকটা ভালো। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।