lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১ মে, ২০২৩
Last Updated 2023-05-01T17:10:24Z
অগ্নিকান্ড

নওগাঁয় শত্রুতার জেরধরে মারধর ও বাড়িতে অগ্নি সংযোগ করার অভিযোগ

Advertisement

নওগাঁ জেলা প্রতিনিধি: 

নওগাঁ সদর উপজেলা চন্ডিপুর ইউনিয়নে দীর্ঘদিনের শত্রুতার জেরধরে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে চুন্ডিপুর ইউনিয়নের উত্তর পড়া গ্রামের আব্দুল মান্নান বাদি হয়ে এই বিষয়ে থানায় একটি লিখত অভিযোগ করেছেন। এ ব্যাপারে  আব্দুল মান্নান জানান, দীর্ঘদিনের শত্রুতা জের ধরে আমার ছেলে খোকনের সঙ্গে পাপ্পুর বিরোধ চলছিল। বিরোধ এর জেরে গত ৩০ এপ্রিল শনিবার বিকেলে পাপ্পু ও তার সঙ্গীয় সাইদ হোসেন, বাবু হোসেন ও পারভেজ হোসেন তারা আমার ছেলেকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গলায় থাকা স্বর্ণের চেন ও প্যান্টের পকেটে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমার ছেলের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পাপ্পু ও তার সঙ্গীয় মাস্তানেরা পালিয়ে চলে যায়। খোকনের মা আকলিমা জানান, আমার ছেলে খোকন কে একা পেয়ে পাপ্পু ও তার সহযোগীরা হত্যার উদ্দেশ্যে মারলে এলাকার লোকজন আমার ছেলেকে উদ্ধার করে। আমরা ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়িতে আসলে সন্ধ্যায় বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি করে এবং রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় বাড়ির চালে কেরসিন তেল ও পাটের বস্তায় আগুন জ্বালিয়ে দিয়ে আমাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছে৷ আমাদের ডাক চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন এসে পানি দিয়ে আগুন নেভায়। অভিযুক্ত পাপ্পুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ভাইকে খোকন মারলে আমিও খোকনকে মেরেছি আমি কোন দোষ করিনি 

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান  বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।