lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৩০ জুন, ২০২৩
Last Updated 2023-06-30T11:13:51Z
জেলার সংবাদ

বিরামপুরে ডিএমএফ ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (B.H.N.P) এর আলোচনা সভা অনুষ্ঠিত

Advertisement

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ডিএমএফ ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (B.H.N.P) শাখার এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ জুন) বিকেলে ডিএমএফ ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (B.H.N.P) এর আয়োজনে বিরামপুর ম্যাটস এন্ড নিউ নার্সিং ইন্সটিটিউট সভাকক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিরামপুর ম্যাটস এন্ড নিউ নার্সিং ইন্সটিটিউট এর পরিচালক হারুন উর রশিদের সভাপতিত্বে এবং নার্সিং ৩য় বর্ষের শিক্ষার্থী ঈশিতা দেব এর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্যে রাখেন, ডিএমএফ ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (B.H.N.P) এর সভাপতি ডাঃ আব্দুল হাই, সহ-সভাপতি ডাঃ শামীম মন্ডল, ডিএমএফ ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (B.H.N.P) এর উপদ্রেষ্টা ডাঃ মশিউর রহমান, সহ-উপদ্রেষ্টা ডাঃ দুলাল হোসেনসহ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে বিরামপুর ম্যাটস এন্ড নিউ নার্সিং ইন্সটিটিউটের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, সুশীলসমাজ, সুধিজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা ডিএমএফ সনদধারীদের সরকারি হাসপাতালে ইন্টানি পাশাপাশি চাকুরির সুযোগসহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।