Advertisement
নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়ন ভিত্তিক ভেল্লাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই আয়োজন করা হয়।
লালপুর উপজেলা শিক্ষা অফিসার জহুরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
উক্ত খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণে উপস্থিত ছিলেন, কেন্দ্র সচিব ভেল্লাবাড়ীয়া সরকারি বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, অত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন মাস্টার, সাংবাদিক আব্দুর রশিদ মাস্টার, জোতগৌরী সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা মোসাঃ নূরজাহান খাতুন,দুড়দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হারুন অর রশিদ, নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম প্রমূখ।
উক্ত খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ বালিকা নওপাড়া প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে পাইকপাড়া প্রাথমিক বিদ্যলয় জয় লাভ করে।
বঙ্গমাতা বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক দুড়দুড়ীয়া নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয় ও রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়।
পরে ট্রাইবেকারে রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়কে ২-৩ পরাজিত করে দুড়দুড়ীয়া নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে।