lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
Last Updated 2023-06-01T10:05:52Z
জেলার সংবাদ

শ্যামগঞ্জ রেলস্টেশন হতে অবৈধভাবে বিদ্যুতের লাইন নিয়ে চলছে প্রায় ২৫ থেকে ৩০ টি দোকান ও সেচ পাম্প

Advertisement

ময়মনসিংহ গৌরীপুর প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলস্টেশন থেকে অবৈধভাবে কারেন্টের লাইন নিয়ে চলছে  ২৫ থেকে ৩০ টি দোকান এবং সেচের পাম্প সহ বিভিন্ন বাসা বাড়ির ফ্রিজ টিভি কারেন্টের চুলা। বছরের পর বছর এভাবেই অবৈধভাবে তারা বিদ্যুৎ ব্যবহার করে আসছে বলার মত কেউ নেই । প্রতি মাসে শ্যামগঞ্জ রেলস্টেশনে বিদ্যুৎ বিল আসে ৬০থেকে ৭০ হাজার টাকা । এরমধ্যে পুরো স্টেশনে ফ্যান আছে ১০ থেকে ১২ টি । লাইট আছে ১৫ থেকে ২০ টি। সাধারণ যাত্রীদের জন্য যে ফ্যানের ব্যবস্থা রয়েছে সেগুলো সারাদিন বন্ধই থাকে। যাত্রীদের  বসার সিটের অবস্থাও খুব করণীয় সেগুলোর মধ্যে  কেউ বসতে পারেনা ভেঙ্গে পড়ে আছে। অনুসন্ধানে জানা গেছে  দেলোয়ার হোসেন দেলু  নামে একজন  দায়িত্বশীল ময়মনসিংহ রেল স্টেশনের কর্মকর্তা তিনি প্রতি মাসে এসে এই ২৫ থেকে ৩০ টি দোকান থেকে   ২০০ থেকে৩০০ টাকা নিয়ে যান । যে কারণে তারা বছরের পর বছর এভাবে অবৈধভাবে রেলস্টেশনের বিদ্যুৎ  ব্যবহার করে আসছে। এ বিষয়ে শ্যামগঞ্জ রেলস্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা pwi  কবির হোসেন রানা ,উনার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে  একাধিকবার  ফোন দেওয়ার পরও তিনি কল রিসিভ করেননি।