Advertisement
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জ ৫ -(ছাতক-দোয়ারাবাজার) আসনের সকল শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতি প্রদান করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন- আল্লাহর জন্য নিজের জান-মাল ও প্রিয়তম জিনিস সন্তুষ্টচিত্তে বিলিয়ে দেয়ার এক সুমহান শিক্ষা নিয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে।
ঈদুল আযহা আমাদের সার্বিক ত্যাগের শিক্ষা দেয়। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহা-এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য ও শোষণ দূর করে একটি শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়।
আমরা যদি ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলেই বাস্তবজীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।
বর্তমানে দেশে এক নৈরাজ্য ও শ্বাসরুদ্ধকর অবস্থার মাঝে মানুষ আজ দিনাতিপাত করছেন। কারাগারে আজ বিরোধী দলের অনেক নেতা-কর্মীকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। এ ধরনের অমানবিক ও নিষ্ঠুর আচরণের প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই। পরিশেষে ঈদুল আযহা উপলক্ষে আমরা ছাতক-দোয়ারা বাসীর সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আযহা উদযাপন করার ও ঈদুল আযহার শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার তাওফিক দান করুন। সেই সাথে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীকে ঈদুল আযহার পূর্বেই মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান”।