lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৫ জুন, ২০২৩
Last Updated 2023-06-05T14:04:18Z
জাতীয়

পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচি

Advertisement

মোঃ রিয়াজুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধিঃ 

পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। 

সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সকাল ৯.৩০ মিঃ র‍্যালী শেষে জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ,  অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সদর রেঞ্জের বন কর্মকর্তা নয়ন মিস্ত্রী, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র পটুয়াখালী জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার খন্দকার আবুল বাসার প্রমুখ। 

আলোচনা শেষে  ১৯৮ নং উত্তর পশ্চিম কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন করেন,খন্দকার আবুল বাসার, সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র পটুয়াখালী, কাজী গোলাম সরোয়ার, সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার পটুয়াখালী, কে. এম. জসিম উদ্দিন, ম্যানেজার এডমিন এন্ড একাউন্টস, মোঃ ওহার মিয়া, ব্রাঞ্চ  ম্যানেজার পটুয়াখালী, ১৯৮ নং উত্তর পশ্চিম কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোসাঃ নাছিমা আক্তার,  সহঃ শিক্ষক মোসাঃ মাহিনা আক্তার, মোঃ শফিউর রহমান, খাদিজা আখতার, নওরীন নাহার রাত্রি প্রমুখ। 

বৃক্ষ রোপন শেষে পটুয়াখালী জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার খন্দকার আবুল বাসার বলেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র পটুয়াখালী  জোনের সকল শাখা অফিসে তার নিকটই সকল বিদ্যালয়ে অদ্য বৃক্ষ রোপন কর্মসুচী পালন করে এবং প্রায় ২০০ ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে।