lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২ জুন, ২০২৩
Last Updated 2023-06-02T14:58:33Z
জেলার সংবাদ

৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার এবং বস্ত্র বিতরন

Advertisement

মো:মহিব্বুল্লাহ, নিজস্ব প্রতিবেদক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ০২.০৬.২০২৩ ইং রোজ শুক্রবার মোহাম্মদপুর থানা, আদাবর থানা, শেরে বাংলা থানার স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরনের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো:শেখ ফরিদ হোসেন সহ মোহাম্মদপুর থানা,আদাবর থানা, শেরে বাংলা থানা সহ প্রতিটি ওয়ার্ড এর নেতৃবৃন্দ। 

সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জিলানী বলেন; বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এই সরকার এক দলীয় শাসন কায়েমের চেষ্টা করছে, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি হচ্ছে, পুলিশ প্রশাসন জনগণের বিরুদ্ধে আচরন করছে, দেশের সাধারণ মানুষ ঠিক মতো খেতে পারছে না, সাধারণ মানুষ আজ নিরুপায়, খুন,গুম,হত্যা ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ ইত্যাদি ছাড়া এই সরকারের আর কিছুই করার নাই। তাই আসুন সবাই মিলে আমরা আমাদের দেশ কে রক্ষা করি এই সরকার কে পদত্যাগ করতে বাধ্য করি। আগামী দিনের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার আশা রেখে বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে সাধারণ মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।