lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৪ জুন, ২০২৩
Last Updated 2023-06-04T10:56:04Z
ক্রীড়া

পবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩'র উদ্বোধন

Advertisement

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩'র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। রবিবার(৪ জুন) বেলা ১১ টায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আগামীকাল  (৫ জুন)  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২য় দিনের মতো চলমান থাকবে। 

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটি ২০২৩ এর সভাপতি সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি ও সঞ্চালনা করেন  সদস্য-সচিব মুহাম্মাদ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড.  স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, "খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়তা করে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সাহায্য করে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সন্তোষ কুমার বসু, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।