Advertisement
আকন্দ সোহাগ
ওমানে সাগরে মাছ ধরতে নেমে ফরিদুল ইসলাম (২৬) নামে এক প্রবাসী নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) সন্ধায় পেশাগত কাজ হিসেবে ওমান সাগরে ট্রলারযোগে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হোন। প্রবাসী ফরিদুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পূর্ব সুখনগরী গ্রামের সুরুজ আকন্দের ছেলে। জীবিকার তাগিদে ৩ মাস আগে সে ওমানে পাড়ি জমায়। সেখানে তিনি সাগরে মাছ ধরার একটি কোম্পানি কাজ করতেন। নিখোঁজ প্রবাসী ফরিদুল ইসলামের চাচাতো ভাই সাদেক আকন্দ ফরিদুল ইসলামের সহকর্মীদের বরাত দিয়ে জানান, শনিবার ( ১০ জুন) বিকালে অন্যান্য সহকর্মীদের সাথে ট্রলার দিয়ে সাগরে মাছ ধরতে নামার পর সন্ধার দিকে ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যায়। এসময় ফরিদুলের অন্যান্য সহকর্মীদের জীবিত উদ্ধার করলেও তাকে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে তিনি সাগরের পানিতে ডুবে মারা গেছেন। তার লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল। নিখোঁজ ফরিদুলের স্ত্রী ও ৭ বছর বয়সী এবং ৩ বয়সী ২ টি ছেলে সন্তান রয়েছে।