Advertisement
নুরুল ইসলাম সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় দুটি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিসেবার বিভিন্ন বিষয় তুলে ধরে সচেতন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক। বৃহস্পতিবার (০১ জনু) দুপুরে উপজেলার ব্রাম্মণডাঙ্গা ও চাঁদহাট উচ্চ বিদ্যালয় গিয়ে তিনি এই কার্যক্রম পরিচালনা করেন।
ভূমিসেবার বিষয় ছাড়াও বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌন হয়রানি, জঙ্গিবাদ ও মাদক নির্মূলকল্পে শিক্ষক-শিক্ষাথীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উভয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএনও মো. মঈনুল হক নগরকান্দায় যোগদানের পর থেকে নানা ধরণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে এলাকায় ব্যাপক প্রসংশিত হচ্ছেন। এরমধ্যে সবচেয়ে আলোচিত উদ্যোগগুলো হলো, উপহার নিয়ে নবজাতকের বাড়ি বাড়ি গিয়ে জন্মসনদ তৈরি করে দেওয়া, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে হাঁস-মুরগি ও ছাগলসহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ ও আনুষ্ঠানিভাবে দেশীয় অস্ত্র উদ্ধার কার্যক্রম।