lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৬ জুন, ২০২৩
Last Updated 2023-06-26T14:09:17Z
জেলার সংবাদ

ঠাকুরগাওয়ে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত

Advertisement

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাওয়ে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত হয়। ২৬ জুন সোমবার ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বরে এ মানব বন্ধন পালিত হয়। 

মানবাধিকার সংগঠন অধিকার এবং মায়ের ডাকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ এলায়েন্স এগেইনিস্ট টর্চার এর সেন্ট্রাল এক্সেকিউটিভ কমিটির সদস্য নূর আফতাব রুপম, নির্যাতিত রাজনৈতিক কর্মী আবুনূর, আব্দুল হামিদ, সাংবাদিক শাহিন ফেরদৌস , ফজলে ইমাম বুলবুল, তানভির হাসান তানু, বক্তারা বলেন, দেশে নিরাপত্তাবাহিনীর দারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী সহ সমালোকরা সরকারি নিরাপত্তাবাহিনীর রোষানলে পড়ছে। সে কারনে আন্তর্জাতিকভাবে নিরাপত্তাবাহিনীর কর্মকান্ডকে জবাবদিহীর আওতায় আনতে হবে। একইসাথে বাংলাদেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে গুম, হেফাজতে নির্যাতনসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।