Advertisement
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় হিরোইন ও ইয়াবাসহ তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ।বুধবার(২৮ শে জুন)দিবাগত রাতে উপজেলার আড়পাড়া(পূর্ব)পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন,আড়পাড়া(পূর্ব) গ্রামের শাহাবুল ইসলাম বাদশার ছেলে রাজ আহমেদ পলাশ(২৫),আড়পাড়া বাজার সংলগ্ন হারুনুর রশিদের ছেলে হাসিবুল হাসান রাজন ও বাঘা পৌরসভার কলিগ্রামের সেকেন্দার আলীর ছেলে শাহিনুর রহমান ডলার(২০)।
ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম বার এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে ওসি ডিবি আব্দুল হাই পিপিএম, পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিন ও এসআই মাহাবুব আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বুধবার রাত একটার দিকে বাঘা উপজেলার আড়পাড়া (পূর্ব) গ্রামস্থ আসামীর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা নিজ দখলে রেখে ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে রাজ আহমেদ পলাশ (২৫), পিতা- শাহাবুল ইসলাম বাদশা, সাং-আড়পাড়া (পূর্ব) শাহিনুর রহমান ডলার (২০), পিতা- মোঃ সেকেন্দার আলী সাং-কলিগ্রাম, হাসিবুল হাসান রাজন, পিতা-হারুনুর রশিদ, সাং-আড়পাড়া (বাজার সংলগ্ন) ৮৪ (চৌরাশি) গ্রাম হেরোইন, ৫০ (পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদের বৃহষ্প্রতিবার(২৯ শে জুন)সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন। এই অপরাধের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত আছে৷
নির্মুল না হওয়া পর্যন্ত জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে৷