lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-27T13:07:51Z
জেলার সংবাদ

সারিয়াকান্দিতে জোড়গাছা কুরবানির পশুর হাট পরিদর্শন করেন- ভারপ্রাপ্ত ইউএনও

Advertisement

মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: 

আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা। এই ঈদকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে ঐতিহ্যবাহী জোড়গাছা কুরবানির পশুর হাট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক। ২৭ জুন মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এ হাটে ব্যপক পরিমাণ কুরবানির পশু ক্রয় বিক্রয় হচ্ছে। এ হাটে ছোট মাঝারি গরুর মূল্য বেশি হলেও বাজার স্বাভাবিক রয়েছে। এ হাটে বেপারি, খামারি ও সাধারণ মানুষ বিপুল পরিমাণ গরু, ছাগল ও ভেড়া নিয়ে আসায় ক্রয় বিক্রয় খুব ভালো হয় বলে জানান বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা বিক্রেতারা। হাটের ইজারাদার মিলন হোসেন জানান, সব দিক থেকে জোড়গাছা হাট নিরাপদ তাই অধিক পশু এ হাটে জমায়েত হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)  রাজেশ কুমার চক্রবর্তী জানান, ঐতিহ্যবাহী জোড়গাছা পশুর হাটে ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে সেই দিকটা বিবেচনা রেখে থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সবুজ কুমার বসাক জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানি পশুর চামড়ার গুনগত মান বজায় রাখার লক্ষে পৌর ও জোড়গাছা কুরবানির হাটে ক্রেতা বিক্রেতাদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনা মূল্যে লবণ বিতরণ করা হয়েছে। এছাড়াও কুরবানির পশুর বর্জ্য সুষ্ঠু ভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করার জন্য জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ যত্রতত্র স্থানে না ফেলে নির্দিষ্ট  স্থানে ফেলার আহ্বানও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, সারিয়াকান্দি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, বাংলাদেশ প্রেস ক্লাব সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সহ সাংবাদিক ফরহাদ হোসেন, তাজুল ইসলাম ও আর এ রাসেদ প্রমুখ।