lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-03T05:39:14Z
অপরাধ

পটুয়াখালীতে ডিবি'র জালে ১'শ পিস ইয়াবাসহ কারবারি আটক

Advertisement

পটুয়াখালী প্রতিনিধিঃ 

পটুয়াখালীর সদর থেকে ১'শ পিস ইয়াবাসহ মোসাঃ দোলা বেগম(২৮) নামের এক যুবতীকে আটক করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার পুলিশ। 

আটককৃত দোলা জেলা সদরের চরপাড়া এলাকার স্বনির্ভর রোডের পৌরসভার ০৬ নং ওয়ার্ডের মোঃ সোহেল মাতুব্বরের স্ত্রী। 

শুক্রবার(২জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে চরপাড়া (স্বনির্ভর রোড) ওয়াযেজিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে আসামী মোসাঃ দোলা বেগম এর সেমিপাকা টিনসেড বসতঘরের মধ্য থেকে তাকে আটক করা হয়। 

জানা যায়, পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জএকে এম আজমল হুদা'র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/সম্বিত রায়, সংগীয় অফিসার ও ফোর্স-এর সহায়তায় চরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এসময় আটক দোলা বেগমের ১টি নীল রংয়ের এয়ার টাইট জীপারের মধ্যে রাখা ১'শ পিচ ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১০(দশ) গ্রাম, অবৈধ বাজার মূল্য ১০০×৩০০= ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকাসহ তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামী দোলার বিরুদ্ধে পটুয়াখালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।