lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-03T09:03:00Z
শিক্ষা

সালথায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ল্যাপটপ বিতরণ

Advertisement

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিইডিপি-৪ এর আওতায়  ফরিদপুরের সালথা উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ৫৬টি ল্যাপটপ এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২শত ৭জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে জেলা অডিটোরিয়াম হল রুমে এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণের শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী প্রমুখ। 

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।