lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
Last Updated 2023-06-29T11:27:52Z
জেলার সংবাদ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতি ফয়জুল্লাহ

Advertisement

ওসমান গনি চৌধুরী বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতি ফয়জুল্লাহ'র গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, কুরবানীর ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত করে।

হজরত ইব্রাহিম (আ:) ও তার স্ত্রী বিবি হাজেরা এবং তাদের প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ:)-এর স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর উদ্দেশে সব কিছু ত্যাগ করে দেয়ার চেতনা আমাদের মনে জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদের অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আমরা হযরত ইব্রাহিম (আ:) এবং তার স্ত্রী বিবি হাজেরা ও তাদের পুত্র হযরত ইসমাইল (আ:) এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের সে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা’র প্রকৃত শিক্ষা রাষ্ট্র, সমাজ, পরিবার ও ব্যক্তিজীবনে প্রতিফলিত করে আমরাও যদি আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জান, মাল ও প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানী করার জন্য তৈরী হতে পারি তাহলেই আমাদের যাবতীয় ত্যাগ ও কুরবানী আল্লাহর নিকট কবুল হবে এবং আমাদের সকল কুরবানী স্বার্থক ও সফল হবে।

তাই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সমস্যায় জর্জরিত দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য আল্লাহর নিকট কায়মনোবাক্যে দোয়া করছি এবং দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আমার নিজের পক্ষে থেকে এবং ইসলামী ঐক্যজোটের পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”