lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৪ জুন, ২০২৩
Last Updated 2023-06-04T17:04:47Z
আত্মহত্যা

সালথায় বিষ পানে গৃহবধুর মৃত্যু

Advertisement

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় বিষ পানে রাহেলা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুন) বিকাল ৪টায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহেলা বেগম ওই গ্রামের মোঃ মিজানুর রহমানের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাহেলা বেগমের অতিরিক্ত জেদ ও রাগ ছিল। আজ তার স্বামীর সাথে পারিবারিক কোন বিষয় নিয়ে কলহের কারণে রাগের বশীভূত হয়ে বিষ পান করে অসুস্থ হয়ে যায়। পরে পরিবারের লোকজন দ্রুত সালথা বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে সালথা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের  সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য আগামীকাল ফরিদপুর মর্গে পাঠানো হবে।