lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৭ জুন, ২০২৩
Last Updated 2023-06-07T15:42:37Z
অপরাধ

শার্শায় ১২টি স্বর্ণের বার সহ শীর্ষ ২ মাদক চোরাকারবারি আটক

Advertisement

জহিরুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি :

যশোর জেলার শার্শা উপজেলায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কেজি ৪০০ গ্রামের ১২টি স্বর্ণের বারসহ দুই শীর্ষ স্বর্ন ও মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি) সদস্যরা।

বুধবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে সীমান্তের রুদ্রপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হালদার এর ছেলে দেব হালদার (৪২) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৩)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়।

একপর্যায়ে রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণেবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক দুইজন এলাকার শীর্ষ স্বর্ন, অস্ত্র ও মাদক চোরাকারবারি বলে জানান ওই কর্মকর্তা।