lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১১ জুন, ২০২৩
Last Updated 2023-06-11T11:09:42Z
আত্মহত্যা

সালথায় স্বামীর পরকীয়া সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

Advertisement

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় বিষপান করে শবজান বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১১জুন) বেলা ১১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শবজান বেগম ওই গ্রামের আতিয়ার মোল্লার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শবজান বেগম আজ বেলা সাড়ে ১০টার দিকে স্বামীর পরকীয়ার জের ধরে মান-অভিমানের বশবর্তী হয়ে সকলের অজান্তে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে। পরবর্তীতে তাকে তার আত্মীয়-স্বজনের সহায়তায় বালিয়া বাজার গ্রাম্য ডাক্তার মোঃ আলেক (৪৫) এর নিকট নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গট্টি মাদ্রাসার মোড় পার হওয়ার পর বেলা ১১টার দিকে তিনি (৫৫) মারা যান।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক এস আই তন্ময় চক্রবর্তী বলেন, খবর পেয়ে আমিসহ সঙ্গীয় নিয়ে ভিকটিমের স্বামীর বসত বাড়িতে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি। লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।