Advertisement
আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি
সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ , এই পতিপাদ বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় পঞ্চগড়ে ও পালন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩।
আজ সোমবার ৫ জুন সকাল ১০ টার সময় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় , এই শোভাযাত্রাটি জেলা প্রশাসক চত্বর ঘুরে শেষ হয়, পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা যে যার মত করে পরিবেশ সম্পর্কে ও প্লাষ্টিক দূষণ সম্পর্কে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার সুযোগ জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, সুযোগ পুলিশ সুপার জনাব মোঃ সিরাজুল হুদা পিপি এম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হান্নান শেখ, পৌর মাতা মোছাঃ জাকিয়া খাতুন, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী, সহ আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, স্কুল, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরাসহ সকল শ্রেনীর পেশার মানুষ।
প্লাষ্টিক পলিথিন বন্ধ হলে, সুরক্ষিত থাকবো সবাই মিলে,,, এই শ্লোগানে মুখরিত সকল নারী - পুরুষ সহ সব পেশার মানুষ, তাই সকলের পরিধানে ছিলো সাদা ট্রি শার্ট ও লাল সবুজের ক্যাপ দৃশ্যটি সকলেরই দৃষ্টি আকর্ষণ করছে। সেই সাথে সকলকেই প্লাস্টিক বর্জন করতে বলা হয়েছে, এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বেশি বেশি বৃক্ষরোপনের দিকে আগ্রহ বাড়াতে হবে, গাছ লাগান পরিবেশ বাচান।
এ ছাড়া ও পৃথকভাবে বাংলাদেশ সবুজ আন্দোলনের পক্ষ থেকে আরও একটি শোভাযাত্রা বের করা হয়।
বাংলাদেশ সবুজ আন্দোলন শোভাযাত্রা শেষে প্রত্যেকেই একটি করে ফল গাছের চারা উপহার হিসেবে দিয়েছেন, সেই সাথে পরিবেশ রক্ষার পরামর্শ দেন ও সকলকেই বৃক্ষরোপন করতে আহ্বান জানান।