lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-03T04:31:21Z
অপরাধ

আমতলীতে ১৭ প্যাকেট হিরোইনসহ একজন গ্রেফতার

Advertisement

মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক

বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ ছুরিকাটা সাকিনের ছুরিকাটা হইতে নয়াভাঙ্গুলী যাওয়ার পথে জনৈক বাবুল মোক্তারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ২জুন শুক্রবার বিকাল ৬টায় গোপন সংবাদের  ভিত্তিতে আমতলী থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে আলকাচ চৌকিদারের ছেলে মোঃ মিজানুর রহমান চৌকিদার (২৬) কে গ্রেপ্তার করা হয়। 

জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ বশির আহম্মেদ নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ রুবেল হাওলাদার সহ ৭ জনের ফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৭ প্যাকেট হেরোইন, যাহার ওজন অনুমান ৩.৭০ গ্রাম, মূল্য অনুমান ১৭,০০০/- (সতের হাজার) টাকা। অভিযান শেষে আমতলী থানায় এই মর্মে এজাহার দায়ের করা হয়েছে। গোয়েন্দা শাখার সাধারণ ডায়েরী নং- ২৩, তাং- ০২/০৬/২০২৩খ্রি:

মোঃ মিজানুর রহমান চৌকিদার (২৬) এর দেহ তল্লাশীকালে তাহার পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেট হইতে একটি হলিউড (Hollywood) সিগারেটের প্যাকেটের মধ্যে সাদা পলিথিনে প্যাকেট করা ১৭ (সতের) প্যাকেট হেরোইন পাওয়া যায়। 

বরগুনা জেলা গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত আসামী- মোঃ মিজানুর রহমান চৌকিদার (২৬) মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণী ৮(ক) ধারার অপরাধ করেছে। আমরা তার কাছ থেকে আরও তথ্য উদ্ধার করে পরবর্তীতে আরও অভিযান পরিচালনা করে মাদক নির্মূলে কাজ করে যাবো।