lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১২ জুন, ২০২৩
Last Updated 2023-06-12T03:03:36Z
রাজনীতি

তাড়াশে আঃলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

Advertisement

আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সিরাজগঞ্জ তাড়াশ পৌর মেয়র পদে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুস সামাদ ও সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকারের পদত্যাগ, দলীয় পদ থেকে অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুশপুত্তলিকা দাহ,

বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে দলীয় নেতাকর্মীরা।

রবিবার (১১ জুন) বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি মিছিল তাড়াশ পৌর শহর প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মেয়র পদে মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সামছুল মির্জা, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, সাবেক আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুস সালাম বিএসসি, সাবেক প্রচার সম্পাদক আছাব আলী কিরন, ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, সাবেক ছাত্রনেতা রাহুল সরকার মোমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমূখ।

এসময় বক্তারা অবিলম্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ, দলীয় পদ থেকে অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের  কুশপুত্তলিকা দাহ করা হয়।

আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্টিত হবে।