lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১১ জুন, ২০২৩
Last Updated 2023-06-11T12:36:42Z
অপরাধ

পাথরঘাটায় নৌ-পুলিশের অভিযানে ২০০ কেজি হরিণের গোশত জব্দ

Advertisement

মোঃ রেজাউল ইসলাম, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি:-

বরগুনার পাথরঘাটায় একটি ইঞ্জিনচালিত ট্রলারের মধ্যে রাখা চার বস্তায় আনুমানিক ২০০ কেজি হরিণের গোশত জব্দ করেছে পাথরঘাটার চরদুয়ানী নৌ-পুলিশ। এ সময় ট্রলারটি জব্দ করা হলেও কাউকে আটক করতে পারেনি তারা।পাথরঘাটা-চরদুয়ানী ভাড়ানী খালের মোহনায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২০ মে থেকে শুরু হয়েছে গভীর সমুদ্রে ইলিশ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এ সময় কিছু অসাধু জেলে মাছ শিকার করছে এবং নদী ফাঁকা থাকায় হরিণ শিকারিরাও বেপরোয়াভাবে সুন্দরবনের হরিণগুলো শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করছে।

চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল ইসলাম সরদার জানান, ৬৫ দিনের অবরোধের জন্য বলেশ্বর নদীতে টহল দেয়ার সময় দেখা যায় যে বিষখালী ও বলেশ্বর নদীর বাড়ানি খালের মুখে একটি মাছ ধরা ট্রলার থেকে কিছু নামানো হচ্ছে। এ সময় ট্রলারের কাছে গেলে ট্রলারে থাকা লোকজনকে পালিয়ে যায়। পরে ট্রলারে উঠে তল্লাশি করে চার বস্তা হরিণের গোশত পাওয়া যায়।

চার বস্তায় আনুমানিক ২০০ কেজি হরিণের গোশত হবে বলেও জানান তিনি।তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের নির্দেশে হরিণের গোশত বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।