Advertisement
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা বাজার থেকে রবিবার (৪জুন) বিকালে বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে (এস আর) ব্রিটিশ আমেরিকান টোবাকো ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ওই ডিলারের বিরুদ্ধে অভিযোগ, বাজেট ঘোষণার পর থেকে অধিক মুনাফার আশায় ডিলার নিজে নিজে দাম বাড়িয়ে বেশি দামে সিগারেট বিক্রি করে আসছেন।
বেনসন সিগারেটের প্যাকেটে (২০শলাকা) মূল্য লেখা ২৮৪ টাকা থাকা স্বত্তেও দোকনীদের নিকট থেকে (২০শলাকা) সিগারেট বিক্রি করছিলেন ৩১০ টাকা।
সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে পৌঁছে যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যতা যাচাই-বাছাই করে এবং বেশি দামে বিক্রির সত্যতা পাওয়ায় ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনা করেন প্রদীপ্ত রায় দীপন সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী পণ্যে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবং এ ধরনের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।