Advertisement
মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার আমতলী উপজেলায় ৫ জুন সোমবার দূর্ণীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ পতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০ টায় আমতলী এম এউ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে দূর্নীতি প্রতিরোধে করনীয় বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১০: ৪৫ মিনিটে স্কুল মিলনায়তনে আমতলী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক একে এম খায়রুল বাসার বুলবুল এর সঞ্চালনায় ও আমতলী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাসলিমা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুদক সমন্বিত জেলা পটুয়াখালীর উপসহকারী পরিচালক ইমরান হোসেন, আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন আকন, আমতলী উদীচির সাধারণ সম্পাদক আল জিহাদ, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি নাসরিন শিপু, আমতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নবীন, আমতলী এম এউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও স্কুলের ছাত্র ছাত্রী।
দুদক সমন্বিত জেলা পটুয়াখালীর উপসহকারী পরিচালক ইমরান হোসেন বলেন দূর্নীতি দমনের পাঁচটি ধাপ আর প্রতিরোধের ছয়টি ধাপ রয়েছে। স্কুল জীবন থেকেই দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারলে পরবর্তীতে দূর্নীতি প্রতিরোধ সম্ভব। তাই দূর্নীতি দমনের থেকে প্রতিবোধ বেশি গুরুত্ব বহন করে বলে উল্লেখ করেন তিনি।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন দূর্নীতিবাজ ব্যক্তি ডাকাতের চেয়েও ভয়ংকর। আল্লাহকে ভয় করে তাকওয়ার সাথে কাজ করতে সবাইকে আহবান জানান তিনি।