lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
Last Updated 2023-06-01T10:01:28Z
জেলার সংবাদ

চাটমোহরে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ৭৬ তম জন্মদিন পালন

Advertisement

পাবনা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু এমপি’র ৭৬ তম  জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার (৩১ মে) রাত ৮টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাবনা জেলার চাটমোহর উপজেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম মনির এর উদ্যোগে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি’র জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে পালন করা হয়।

জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) মো. সেকেন্দার আলী, চাটমোহর পৌর আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আজিজুল হক, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আলতাব হোসেন রকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এম হাসান মিলন, উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. আব্দুল মমিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, জাতীয় শ্রমিক লীগ চাটমোহর পৌর শাখার সভাপতি মো. সাকোয়াত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা রবিউল ইসলাম রবি, স্বপন সরকার, খন্দকার টনি রহমান, শাহীন হোসেন, মো. দুলাল হোসেন, আলমাস সরকার, মো. সাদ্দাম হোসেন, মো. আব্দুস সালাম, রামিক হাসান রঞ্জু, মো. সবুজ সরদার, নিমাইচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে চাটমোহর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মনিরুল ইসলাম মনির প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি‘র জন্য মহান রাব্বুল আলামীনের কাছে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে অনুষ্ঠান শেষ করেন।