lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩ জুন, ২০২৩
Last Updated 2023-06-03T11:27:52Z
সড়ক দুর্ঘটনা

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত ২ শিশুসহ আহত একাধিক

Advertisement

মোঃ হারুন অর রশিদ সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম (২৭) ও নাজমুল ইসলাম (৩৮) নামে অটোরিক্সার যাত্রী ও চালক সহ দু’জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একাধিক যাত্রী।

গত শুক্রবার (২ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পুরাতন কাউন্সিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাকিরুল ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তিনি বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের দুলা খলিফার ছেলে।

অপর দিকে নিহত অটো চালক নাজমুল ইসলাম গাইবান্ধা সদরের বাকির মোড় এলাকার মোজাম্মেল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বামনডাঙ্গা বন্দর থেকে নিউ সাফা পলাশবাড়ী একপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সর্বানন্দ ইউনিয়নের  পুরাতন কাউন্সিলের সামনে আসলে ব্যাটারি চালিত অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর একাধিক যাত্রী গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন‍্য রংপুর হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত জাকিরুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১২ টার দিকে তিনি মারা যান।পরের দিন শনিবার সকালে গুরুতর আহত অটো চালক নাজমুল ইসলামও মারা যান। 

আহতরা হলেন, নিহত জাকিরুল ইসলামের স্ত্রী লিমা আক্তার (২৪), সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামের কচর আলীর ছেলে নুরুল ইসলাম, নুরুল ইসলামের স্ত্রী জুই আক্তার (২৪), ছেলে রাকিব বাবু (১)।

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমএ আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-অটো মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম ও নাজমুল ইসলাম নামের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। বাস ও অটোরিকশা জব্দ করে তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।